Extra exercise for reduce belly fat?

পেটের চর্বি কমাতে আলাদা ব্যায়াম?

খাবার নিয়ন্ত্রণ করছেন, নিয়মিত হাঁটাহাঁটিও করছেন, ওজনও একটু একটু করে কমছে, কিন্তু পেটটা তো কিছুতেই কমছে না। অনেকেই এ অভিযোগ করে থাকেন। পেটের চর্বি বা মেদ দেহের অন্যান্য মেদের চেয়ে আলাদা এবং বেশি ক্ষতিকর।

শরীরের অন্য অংশের মেদ সাধারণত ত্বকের নিচে জমে থাকে। কিন্তু পেটের মেদ ত্বকের নিচে ও পাশাপাশি যকৃৎ, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের গায়ে লেগে থাকে। তাই পেটের চর্বির সঙ্গে হূদেরাগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য সমস্যার জোরালো সম্পর্ক রয়েছে।

অনেকেই পেটের চর্বি কমানোর জন্য বেলি স্ট্রোক অর্থাৎ পেটের মাংসপেশির ব্যায়াম করে থাকেন। কারও ধারণা, পেটের চর্বি সাধারণ ব্যায়ামে কমে না। এর জন্য আলাদা ব্যায়াম করতে হবে। কিন্তু আলাদা ব্যায়ামে পেটের পেশির আকৃতি সুন্দর হলেও চর্বি কমাতে খুব একটা কাজে আসে না। পেটের চর্বি কমাতে দেহের সার্বিক পরিশ্রম বা ব্যায়াম এবং সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই যথেষ্ট।

সপ্তাহে চার দিন আধঘণ্টা অ্যারোবিক ব্যায়াম দেহের অন্যান্য মেদের সঙ্গে পেটের মেদকেও কমিয়ে আনবে। জগিং, ট্রেডমিল, সাইকেল চালানো ইত্যাদি হলো এ ধরনের ব্যায়াম। কেউ দ্রুত পেটের চর্বি ভাঙতে চাইলে আরেকটু বেশি ব্যায়ামের দরকার হতে পারে। ৪০ থেকে ৪৫ মিনিট হালকা জগিং বা জোরে হাঁটার পর দেহে সঞ্চিত চর্বি ভাঙতে শুরু করে এবং পেশি তা ব্যবহার করে। এই সময়ের পর আরও ১০ থেকে ১৫ মিনিট জগিং করলে বা জোরে হাঁটলে প্রতিদিন একটু একটু করে জমানো চর্বি কমতে থাকবে।

এর সঙ্গে চর্বি ও তেলযুক্ত খাদ্য পরিহার করে প্রচুর পরিমাণে আঁশজাতীয় খাদ্য ও শাকসবজি গ্রহণ করতে হবে। পরিমিত আহার করতে হবে। প্রতিদিন অন্তত ১০ গ্রাম আঁশ খেতে হবে। মেদ কমানোর সাধারণ এসব উপায়ে দেহের অন্য অংশের মেদের সঙ্গে পেটের চর্বিও কমবে। এর জন্য আলাদা ব্যায়ামের দরকার হবে না।

সূত্র: ওয়েবমেড।

Related products

-Tk910.00
Iron Gym Upper Body Workout
The Iron Gym is a great chin-up bar; it works exactly as advertised. It is very easy to assemble, use, and attach and remove from a doorway. It seems extremely stable, and I have no problem believing it could support the claimed 300 lbs.Assembly is pretty straightforward, but you want to make sure everything is tightened down, or the bar will feel unsteady, especially when used for push-ups and dips.
Tk1,190.00
Tk2,100.00
-Tk110.00
IRON MASTER TOP QUALITY PUSH UP STAND
Push-up makes a great exercise to build chest, biceps, triceps and pectorals, but it’s also harmful for your wrists and joints.
Maximise your push-ups without risking your joints and wrists with this pair of push-up bars as they give a natural grip position instead of bending your wrists at 90 degrees.
The escalated feature helps in giving that extra stretch and increases your upper body’s strength while you work out.
You can bring and use them wherever and whenever you need a good workout.
2 Review(s) 
Tk1,090.00
Tk1,200.00
-Tk2,000.00
Manual Treadmill 3 in 1
EMI Available
Easy to assemble, easy to use and easy to store, the Horizon Fitness Adventure 3 is a great way to begin your fitness regimen. You'll appreciate the quiet operation that lets you put your treadmill in any room of your home, and our exclusive three-zone cushioning system gives you the most flex where you land and the most support where you push off.
Tk19,900.00
Tk21,900.00
On sale!-50%
Sweat Slim Belt
General Features -
 Material:Neoprene Fabric
 Color:Black color outside and yellow color inside
 Reduces Backache
Note: It is recommended to wash it after each use, particularly after exercising. Hand wash in cold water with a soft detergent. Squeeze out and drain.
 Warning: DO NOT tumble dry, DO NOT wring and DO NOT Iron your Get Slim Sweat Belt
Order by a call: 01771175052
Tk750.00
Tk1,500.00

Comments (0)

No comments at this moment